টাকার বিনিয়মে হাজার হাজার চাকরি বিক্রি করেছেন ক্ষমতাসীন তৃণমূলের নেতারা। কেউ মন্ত্রী তো কেউ সামান্য যুব নেতা। কেউ আবার দালাল বা ফোড়ে। যেন চাকরি বিক্রির হাট বসেছিল বাংলায়। সবার অলক্ষ্যে ১২ বছর ধরে কবে কখন বাংলার শিক্ষিত যুবকদের ভবিষ্যত নিয়ে ছেলেছেলা শুরু হয়েছে বা বুঝতেই পারেনি আমজনতা। আর আজ সামনে আসছে একের পর এক সরকারি নিয়োগে দুর্নীতির ছবি।
Be the first to comment