নাটক শুরুতে দেখা যায় একটি মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তার প্রাইভেট কার রাস্তা থেকে সরে পাশের খাদে পড়ে আছে। কিছুক্ষণ পর কয়েকজন ছেলে এসে গাড়িটি ঠেলে রাস্তায় তুলে দেয়। মেয়েটির নাম রুমকি, শহরে থাকে। গ্রামে মামার বাড়ি বেড়াতে এসেছে গাড়ি নিয়ে।
এরপর বেশ কিছুদিন কেটে যায়। রুমকিদের শহরের বাসায় একটি ছেলে গ্রাম থেকে থাকতে আসে। একটি প্রতিষ্ঠানে রান্নার প্রশিক্ষণ নিতে এসেছে ছেলেটি। রুমকির বাবা একজন সরকারি কর্মচারী। তিনি ছেলেটির সাথে পরিচিত হন, নাম মামুন। রুমকির মামার ছোট শালির ছেলে এই মামুন। এরপর রুমকি খাবার টেবিলে বসলে কথায় কথায় সেদিনের গাড়ি খাদে পড়ার ঘটনা উঠে আসে। এই নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বেশ রাগারাগি হয়।
পরের দিন মামুন ট্রেনিং সেন্টারে পরিচিত হওয়া এক বন্ধুর বাসায় ওঠার সিদ্ধান্ত নেয়। কিন্তু শেষ পর্যন্ত রুমকি থেকে যেতে বলায় রাজি হয়। যাইহোক, এখন থেকে রুমকিকে গণিত শেখাবে মামুন। কিন্তু রুমকি মেয়েটা বেশ অলস। পড়ালেখায় তার মোটেও মনোযোগ নেই। তাই কৌশলে মামুনের কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়।
এদিকে বছরের শেষ উপলক্ষ্যে বন্ধুর বাসায় পার্টি আয়োজন করা হয়। সেখানে রুমকি অংশ নেয়। কথা ছিল অল্প সময়ের মধ্যেই ফিরে আসবে। কিন্তু অনেক সময় পার হলেও এখনো বাসায় ফিরছে না।
Be the first to comment